Khoborerchokh logo

পলাশবাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১:আহত-৭, আটক-৩ 82 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১:আহত-৭, আটক-৩

 
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: 
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিঠু মন্ডল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিঠু মন্ডল ওই গ্রামের বাকী মন্ডলের ছেলে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় কুমার ও স্থাণীয়রা  জানান, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বাকী মন্ডলের সঙ্গে একই গ্রামের আরিফুলগংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের হাসুয়ার কোপে ঘটনাস্থলে  মিঠুর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহত হন অন্তত ৭ জন। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) রেফার্ড করা হয়। এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com